আসসালামু আলালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু,
ডিজিটাল বাংলা হাদীস টীম-DBHT-এর ”অফলাইন হাদীস সফটওয়্যার” ৮ম ভার্সন দীর্ঘ প্রতীক্ষার পর বের হলো। এটি সম্পূর্ন অরাজনৈতিক ও দ্বীন প্রচারের স্বার্থে কিছু দ্বীনি ভায়ের সমম্বিত প্রয়াস। “DBHT”পৃথিবীতে সর্বপ্রথম তিনটি ভাষায় অফলাইনের হাদীস সফটওয়্যার। তিনটি ভাষায় (বাংলা,আরবী ও ইংলিশ) কিতাব থেকে সার্চ দিতে পারবেন। যেকোন সোশ্যাল মিডিয়াতে হাদীস কপি পেষ্ট করতে পারবেন।