আসসালামু আলালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু,

 ডিজিটাল বাংলা হাদীস টীম-DBHT-এর ”অফলাইন হাদীস সফটওয়্যার”  ৮ম ভার্সন দীর্ঘ  প্রতীক্ষার পর  বের হলো। এটি সম্পূর্ন অরাজনৈতিক ও দ্বীন প্রচারের স্বার্থে  কিছু দ্বীনি ভায়ের সমম্বিত প্রয়াস। “DBHT”পৃথিবীতে সর্বপ্রথম তিনটি ভাষায় অফলাইনের হাদীস সফটওয়্যার। তিনটি ভাষায় (বাংলা,আরবী ও ইংলিশ) কিতাব থেকে সার্চ দিতে পারবেন। যেকোন সোশ্যাল মিডিয়াতে হাদীস কপি পেষ্ট করতে পারবেন।

হাদিস টাইপ এবং সংগ্রহ করার সময় অনিচ্ছাকৃত ভুল হতে পারে। তার জন্য মহান আল্লাহ পাকের দরবারে নাজাত চাচ্ছি। যদি কোন হাদিসে কোন ধরনের ভুল কারু কাছে ধরা পরে তা হলে আমাদেরকে জানালে সংশোধন করে দিব ইন-শা-আল্লাহ। এছাড়াও যে কোন সমস্যা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

DBHT | Powered by DBHT BD

Translate »