আসসালামু আলালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু,

 ডিজিটাল বাংলা হাদীস টীম-DBHT-এর ”অফলাইন হাদীস সফটওয়্যার”  ৮ম ভার্সন দীর্ঘ  প্রতীক্ষার পর  বের হলো। এটি সম্পূর্ন অরাজনৈতিক ও দ্বীন প্রচারের স্বার্থে  কিছু দ্বীনি ভায়ের সমম্বিত প্রয়াস। “DBHT”পৃথিবীতে সর্বপ্রথম তিনটি ভাষায় অফলাইনের হাদীস সফটওয়্যার। তিনটি ভাষায় (বাংলা,আরবী ও ইংলিশ) কিতাব থেকে সার্চ দিতে পারবেন। যেকোন সোশ্যাল মিডিয়াতে হাদীস কপি পেষ্ট করতে পারবেন।

কপিরাইট সম্পর্কে জরুরী দৃষ্টি আকর্ষণ

DBHTর সমস্ত কন্টেন্ট যারা দাওয়াতি কাজ করে থাকেন (ফেসবুক, ইউটিউব, ব্লগ, আর্টিকেল ইত্যাদি) বা সর্ব সাধারন তাদের সকলের জন্য কপি পেস্ট (সোর্স সহ বা ছাড়া, [যদিও আমরা আশা করি যে আপনারা আমাদের সোর্স উল্লেখ করবেন কেননা তাতে অন্যরাও জানতে পারবে এবং দাওয়াতি কাজে উৎসাহী হবে]) উন্মুক্ত এবং এতে কোন ধরনের বাঁধা নেই।

কিন্তু কোন ব্যাক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপ আমাদের কন্টেন্ট নিয়ে আলাদাভাবে পুরোপুরি বা আংশিক ব্যাবহার করে বা অংশিক পরিবর্তন করে নিজ নামে ব্লগ, ওয়েবসাইট, মোবাইল এপ বা বই ইত্যাদি তৈরি করতে চায় সে ক্ষেত্রে আমাদের আপত্তি থাকবে, ভবিষ্যতে এপিআই সার্ভারের মাধ্যমে সকলের জন্য ডাটা শেয়ার করার পরিকল্পনা আছে ইন-শা-আল্লাহ

আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি অনেকেই আমাদের কন্টেন্ট ব্যবহার করে হুবুহু বা অংশিক পরিবর্তন করে বিভিন্ন মোবাইল এপ/ওয়েব তৈরি করেছেন এবং সেগুলির অধিকাংশে বিভিন্ন ধরনের হারাম এডও সংযুক্ত করা হয়েছে অর্থ আয়ের জন্য। আমরা আহবান জানাই সকলকে এই ধরনের মোবাইল এপ বা ওয়েব সাইট ব্যাবহার না করার জন্য।

DBHT | Powered by DBHT BD

Translate »